"সৌদিতে ফাঁসি দেয়া হবে তিন ইসলামি চিন্তাবিদের"
ভুল না করলে প্রথম এই খবরটি ছড়িয়েছে—মিডেল ইস্ট আই
✔ https://www.middleeasteye.net/news/exclusive-saudi-arabia-execute-three-prominent-moderate-scholars-after-ramadan
.
আজকে আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে খবরটি এসেছে এভাবে "তিনজন মডারেট ইসলামিক স্কলারকে ফাঁসি দিতে চলেছে সৌদি" ৷
✔ https://www.independent.co.uk/news/world/middle-east/saudi-arabia-execution-ramadan-scholars-terror-charge-human-rights-a8925606.html
✔ https://www.sbs.com.au/news/three-moderate-muslim-scholars-facing-execution-by-saudi-government
.
তারা কেমন মডারেট? সেই মিডেল ইস্ট আইতেই একটা খবর পেলাম তিন বছর আগের ৷ যেখানে তিন জনের একজন অর্থাৎ সালমান আল আওদা বলেছেন—
.
Dr Salman al-Ouda said that while homosexuality was a sin, the punishment should come from God rather than governments.
.
তার মূল বক্তব্য হল সমকামীদের দুনিয়াতে কোন শাস্তি দেয় উচিত নয় ৷ তাদের শাস্তি হবে পরকালে ৷
.
✔ https://www.middleeasteye.net/news/senior-saudi-cleric-homosexuality-should-not-be-punished
.
আমার বক্তব্য হল ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে ৷ আদৌ সালমান আল আওদা এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা সে ব্যাপারে আমি সন্দিহান ৷ যেহেতু মিডেল ইস্ট আই বা মনিটর কোন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম নয় ৷ কিন্তু এ ব্যাপারে নিশ্চিত করে বলা যায় যে "সমকামীকে শাস্তি দেয়া উচিত নয়" একজন সৌদি আলেমের এমন বক্তব্য শুনে একদল তখন পুরো সৌদি আলেম সমাজকেই গালিগালাজ করেছিল ৷ কিন্তু আজ যখন সেই সৌদি আলেমের শাস্তির গুঞ্জন উঠেছে তখন আমরা তার পক্ষেই কথা বলছি ৷ বলছি তিনি মজলুম ৷
আমাদের অবস্থান আসলে কি?
শনিবার, ২৯ জুন, ২০১৯
এই দেশের মানুষ ডাবল স্ট্যান্ডার্ড
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন